আপনার নেতৃত্বের অপেক্ষায়---আগামীর বাংলাদেশ।
তুমি জেগে ওঠো আজকের হয়ে, এবার তুমি তোমার মত, তুমি বাঁধনহারা, তোমার জন্য স্বাধীনতা, তোমাকে আসতেই হবে, নতুন বাংলাদেশ তোমার অপেক্ষায়। যেখানে তোমার স্বপ্ন, তুমি বুনবে, নতুন বাংলাদেশ- আগামী বিশ্ব তোমার হাতে।
৪৮ঘ। জাতীয় পরিষদ অধীনস্থ প্রতিষ্ঠান ও পদসমূহ
Impact Story
বিষয়টি শুনুন

নিম্নের বিষয়টি শুনতে পারবেন।

ডাউনলোড করুন

ডাউনলোড করে পড়তে পারবেন।

Impact Story
পাশে উল্লিখিত বিষয়টি শুনুন

পড়ার চেয়ে যারা শুনতে পছন্দ করেন, তাঁরা এখানে বিষয়টি শুনতে পারবেন।

পাশে উল্লিখিত বিষয়টি ডাউনলোড করুন

অনলাইন বা সফট কপি পড়তে অভ্যস্ত নন, তাঁরা ডাউনলোড করে পড়তে পারবেন।

৪৮ । জাতীয় পরিষদের অধীনস্থ প্রতিষ্ঠান ও পদসমূহ

(১) জাতীয় পরিষদের তত্ত্বাবধানে পরিচালিত এই অনুচ্ছেদের (২) দফায় উল্লিখিত সংস্থা ও প্রতিষ্ঠানসমূহ সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান বলিয়া অবিহিত হইবে।

(২) জাতীয় পরিষদের কোনো সদস্য দায়িত্বভার গ্রহণের পূর্বে তাঁহার এবং তাঁহার পরিবারের যে কোন সদস্যের স্বত্ব, দখল বা স্বার্থ আছে এই প্রকার যাবতীয় স্থাবর এবং অস্থাবর সম্পত্তির একটি লিখিত বিবরণ সংসদ আইনের দ্বারা নির্ধারিত পদ্ধতিতে তৎকর্তৃক নির্ধারিত কর্তৃপক্ষের নিকট দাখিল করিবেন।

(৩) জাতীয় পরিষদের অধীনস্থ সংস্থা ও প্রতিষ্ঠানসমূহ,

(ক) অ্যাটর্নি জেনারে বিভাগ,

(খ) মহা হিসাব-নিরীক্ষবিভাগ,

(গ) ন্যায়পাল বিভাগ,

(ঘ) নির্বাচন বিভাগ,

(ঙ) বাংলাদেশ কর্ম বিভাগ, /*সরকারি কর্ম কমিশন পরিবর্তন*/

(চ) বিচার বিভাগ,

(ছ) জনপ্রশাসন বিভাগ, /*জনপ্রশাসন মন্ত্রণালয় বিলুপ্ত*/

(অ) জাতীয় পরিষদের সচিব সাংবিধানিক পদের সচিবদের সমন্বয়ে জনপ্রশাসন বিভাগ পরিচালনা পর্ষদ গঠিত হইবে এবং জাতীয় পরিষদের সচিব সভাপতি ও সাংবিধানিক পদের সচিবগণ সদস্য হইবেন

() পরিচালনা পর্ষদ রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন সহ যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হইবে, সেইরূপ দায়িত্ব পালন করিবেন  জনপ্রশাসন বিভাগের দায়িত্বপালনে বাংলাদেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সহযোগীতা করিবে

() জনপ্রশাসন বিভাগ পরিচালনা পর্ষদ দায়িত্ব পালনে স্বাধীন থাকবেন এবং দায়িত্বের পালনে ও ‘রাষ্ট্রপতির সাপেক্ষে সংসদের নিকট’ দায়বদ্ধ থাকিবেন

(ঈ) জনপ্রশাসন বিভাগ প্রতিষ্ঠা ও তাহার উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য যেরূপ কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হইবে, জনপ্রশাসন বিভাগ পরিচালনা পর্ষদ অনুরোধ করিলে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী কর্ম বিভাগের সহযোগিতায় নিয়োগদান করিবেন।

তবে শর্ত থাকে যে, জনপ্রশাসন বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কর্ম বিভাগ, জনপ্রশাসন বিভাগ পরিচালনা পর্ষদের সহযোগীতা নিবেন

() বিচার বিভাগের পরিচালনা পর্ষদের সদস্য যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত জনপ্রশাসন বিভাগের পরিচালনা পর্ষদের কোনো সদস্য অপসারিত হইবেন না।

() পরিচালনা পর্ষদে নিয়োগ, শপথ, মেয়াদ ও পদত্যাগ, পদমর্যাদা, ‘ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য, এবং অপসারণ এই সংবিধানের তফসিল সাপেক্ষে সংসদ আইনের দ্বারা হইবে

(জ) তথ্য ও সম্প্রচার বিভাগ, /*তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিলুপ্ত */

(অ) মহাপরিদর্শক উপ-মহাপরিদর্শক সমন্বয়ে তথ্য ও সম্প্রচার বিভাগ পরিচালনা পর্ষদ গঠিত হইবে এবং মহাপরিদর্শক সভাপতি ও উপ-পরিদর্শকগণ সদস্য হইবেন

() পরিচালনা পর্ষদ রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন সহ যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোন আইনের দ্বারা নির্ধারিত হইবে, সেইরূপ দায়িত্ব পালন করিবেন তথ্য ও সম্প্রচার বিভাগের দায়িত্বপালনে বাংলাদেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সহযোগীতা করিবে

() তথ্য ও সম্প্রচার বিভাগ পরিচালনা পর্ষদ দায়িত্ব পালনে স্বাধীন থাকবেন এবং দায়িত্বের পালনে ও ‘রাষ্ট্রপতির সাপেক্ষে সংসদের নিকট’ দায়বদ্ধ থাকিবেন

(ঈ) তথ্য ও সম্প্রচার বিভাগ প্রতিষ্ঠা ও তাহার উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য  নিজস্ব সচিবালয় থাকিবে এবং যেরূপ কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হইবে, তথ্য ও সম্প্রচার বিভাগ পরিচালনা পর্ষদ অনুরোধ করিলে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী কর্ম বিভাগের সহযোগিতায় নিয়োগদান করিবেন।

তবে শর্ত থাকে যে, তথ্য ও সম্প্রচার বিভাগের কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কর্ম বিভাগ, তথ্য ও সম্প্রচার বিভাগ পরিচালনা পর্ষদের সহযোগীতা নিবেন

() বিচার বিভাগের পরিচালনা পর্ষদের সদস্য যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত তথ্য ও সম্প্রচার বিভাগের পরিচালনা পর্ষদের কোনো সদস্য অপসারিত হইবেন না।

() পরিচালনা পর্ষদে নিয়োগ, শপথ, মেয়াদ ও পদত্যাগ, পদমর্যাদা, ‘ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য, এবং অপসারণ এই সংবিধানের তফসিল সাপেক্ষে সংসদ আইনের দ্বারা হইবে

(ঝ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী ও শিক্ষা কমিশন,

(অ) বাংলাদেশ একটি বিশ্ববিদ্যালয় মঞ্জুরী ও শিক্ষা কমিশন থাকিবে। একজন চেয়ারম্যান অন্যান্য মেম্বারের সমন্বয়ে কমিশন গঠিত হইবে এবং চেয়ারম্যান সভাপতিরূপে কার্য করিবেন।

() কমিশন রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন সহ যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা নির্ধারিত হইবে, সেইরূপ দায়িত্ব পালন করিবেন কমিশনের দায়িত্বপালনে বাংলাদেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সহযোগীতা করিবে

() কমিশন দায়িত্ব পালনে স্বাধীন থাকবেন এবং দায়িত্বের পালনে ও ‘রাষ্ট্রপতির সাপেক্ষে সংসদের নিকট’ দায়বদ্ধ থাকিবেন

(ঈ) কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য  নিজস্ব সচিবালয় থাকিবে এবং যেরূপ কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হইবে, কমিশনের অনুরোধ করিলে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী কর্ম বিভাগের সহযোগিতায় নিয়োগদান করিবেন।

তবে শর্ত থাকে যে, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কর্ম বিভাগ, কমিশনের সহযোগীতা নিবেন

() বিচার বিভাগের পরিচালনা পর্ষদের সদস্য যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কমিশনের কোনো সদস্য অপসারিত হইবেন না।

() কমিশনে নিয়োগ, শপথ, মেয়াদ ও পদত্যাগ, পদমর্যাদা, ‘ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য, এবং অপসারণ এই সংবিধানের তফসিল সাপেক্ষে সংসদ আইনের দ্বারা হইবে

(ঞ) বাংলাদেশ এনার্জি ও এনার্জি রেগুলেটরি কমিশন,

(অ) বাংলাদেশ এনার্জি ও এনার্জি রেগুলেটরি কমিশন। একজন চেয়ারম্যান অন্যান্য মেম্বারের সমন্বয়ে কমিশন গঠিত হইবে এবং চেয়ারম্যান সভাপতিরূপে কার্য করিবেন।

() কমিশন রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত সকল দায়িত্ব পালন সহ যেরূপ দায়িত্ব এই সংবিধান বা অন্য কোনো আইনের দ্বারা নির্ধারিত হইবে, সেইরূপ দায়িত্ব পালন করিবেন কমিশনের দায়িত্বপালনে বাংলাদেশের নির্বাহী, আইন ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষ সহযোগীতা করিবে

() কমিশন দায়িত্ব পালনে স্বাধীন থাকবেন এবং দায়িত্বের পালনে ও ‘রাষ্ট্রপতির সাপেক্ষে সংসদের নিকট’ দায়বদ্ধ থাকিবেন

(ঈ) কমিশনের উপর ন্যস্ত দায়িত্ব পালনের জন্য  নিজস্ব সচিবালয় থাকিবে এবং যেরূপ কর্মকর্তা-কর্মচারীর প্রয়োজন হইবে, কমিশনের অনুরোধ করিলে রাষ্ট্রপতি কর্তৃক উক্ত উদেশ্যে প্রণীত বিধিসমূহ অনুযায়ী কর্ম বিভাগের সহযোগিতায় নিয়োগদান করিবেন।

তবে শর্ত থাকে যে, কর্মকর্তা-কর্মচারী নিয়োগে কর্ম বিভাগ, কমিশনের সহযোগীতা নিবেন

() বিচার বিভাগের পরিচালনা পর্ষদের সদস্য যেরূপ পদ্ধতি ও কারণে অপসারিত হইতে পারেন, সেইরূপ পদ্ধতি ও কারণ ব্যতীত কমিশনের কোনো সদস্য অপসারিত হইবেন না।

() কমিশনে নিয়োগ, শপথ, মেয়াদ ও পদত্যাগ, পদমর্যাদা, ‘ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্য, এবং অপসারণ এই সংবিধানের তফসিল সাপেক্ষে সংসদ আইনের দ্বারা হইবে

(৩) এই অনুচ্ছেদের () দফায় উল্লিখিত সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের বার্ষিক রিপোর্ট,

(ক) সংশ্লিষ্ট মুখ্য ও গৌণ সদস্য সম্মিলিতভাবে প্রতি বৎসর মার্চ মাসের প্রথম দিবসে তাহার পূর্বে পূর্ববর্তী একত্রিশে ডিসেম্বরে সমাপ্ত এক বৎসরে স্বীয় কার্যাবলী সম্বন্ধে রিপোর্ট প্রস্তুত করিবেন এবং তাহা জাতীয় পরিষদের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পেশ করিবেন।

(খ) রিপোর্টের সহিত একটি স্মারকলিপি থাকিবে, যাহাতে

(অ) জনস্বার্থে প্রতিষ্ঠানের কোন বিষয় উন্নয়ন করা উচিত তাহার বিস্তারিত;

(আ) সংস্থা বা প্রতিষ্ঠান সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক উভয় মন্তব্য;

(ই) সংস্থা বা প্রতিষ্ঠান বিষয়ে বিশেষ পরিকল্পনা;

(ঈ) কমিশন বা পরিচালনা পর্ষদের কোনো পরামর্শ বা প্রস্তাব গৃহীত না হইয়া থাকিলে সেই ক্ষেত্রে এবং পরামর্শ বা প্রস্তাব গৃহীত না হইবার কারণ;

(ঙ) যে সকল ক্ষেত্রে কমিশন বা পরিচালনা পর্ষদের সহিত পরামর্শ করা উচিত ছিল অথচ পরামর্শ করা হয় নাই সেই সকল ক্ষেত্রে বা পরামর্শ না করিবার কারণ;

লিপিবদ্ধ করিবেন।

(গ) যে বৎসর রিপোর্ট পেশ করা হইয়াছে, সেই বৎসর রিপোর্ট জাতীয় পরিষদে পর্যালোচনা শেষে ত্রিশে এপ্রিলের পর সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট, স্মারকলিপি জাতীয় পরিষদের মূল্যায়ন রিপোর্ট রাষ্ট্রপতির সম্মতিতে স্পিকার বা ডেপুটি স্পিকার উত্থাপন করিবেন, সংস্থা ও প্রতিষ্ঠানসমূহের রিপোর্ট পর্যালোচনা ও মূল্যায়নের জন্য রাষ্ট্রপতি সংসদে বিশেষ অধিবেশন আহ্বান করবেন

() রিপোর্টের ভিত্তিতে সংসদ সদস্যদের পরামর্শ জাতীয় পরিষদে স্পিকার উপস্থাপন করবেন।

 

(৪) জাতীয় পরিষদের অধীনস্থ পদসমূহ,

(ক) রাষ্ট্রপতি-সভাপতি, (জাতীয় পরিষদ ও সংসদের সমন্বয়ে নিয়োগপ্রাপ্ত),

(খ) ন্যায়পাল ও অতিরিক্ত ন্যায়পাল,

(গ) প্রধান নির্বাচন কমিশনার ও অন্যন্য কমিশনার,

(ঘ) বাংলাদেশ কর্ম কমিশনের চেয়ারম্যান ও মেম্বর,

(ঙ) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী ও শিক্ষা কমিশনের চেয়ারম্যান ও মেম্বর,

(চ) প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারকগণ,

(ছ) সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান,

(জ) আইজি প্রটেকশন ও অতিরিক্ত আইজি প্রটেকশন,

(ঝ) আইজি সিকিউরিটি ও অতিরিক্ত আইজি সিকিউরিটি,

(ঞ) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশটি মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্র-ভিসি ও কোষাধক্ষ্য,

(ট) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশটি ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্র-ভিসি ও কোষাধক্ষ্য,

(ঠ) বাংলাদেশ ইউজিইসি’র র‌্যাঙ্কিংয়ে শীর্ষ দশটি সাধারণ বিশ্ববিদ্যালয়ের ভিসি, প্র-ভিসি ও কোষাধক্ষ্য,

(ড) জাতীয় পরিষদ সচিব ও সিনিয়র সচিবগণ (মুখ্য সচিব, মন্ত্রী পরিষদ সচিব, সাংবিধানিক সচিব, ও অন্যান্য সিনিয়র সচিব),

(ঢ) লেফটেন্যান্ট জেনারেল এবং সমমর্যাদাসম্পন্ন, না থাকলে রিয়াল অ্যাডমিরাল ও এয়ার ভাইস মার্শাল,

(ণ) মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং অতিরিক্ত মহা হিসাব-নিরীক্ষক ও নিয়ন্ত্রক।

(ত) অ্যাটর্নি জেনারেল ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল,

(থ) বাংলাদেশ এনার্জি  ও এনার্জি রেগুলেটরি কমিশন চেয়ারম্যান ও সদস্য,

(দ) বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও ডেপুটি গভর্নর,

(ধ) তথ্য ও সম্প্রচার মহাপরিদর্শক ও উপ-মহাপরিদর্শক,

() এই অনুচ্ছেদের () দফায় উল্লিখিত পদসমূহের বার্ষিক রিপোর্ট,

() প্রতি বৎসর মার্চ মাসের প্রথম দিবসে তাহার পূর্বে পূর্ববর্তী একত্রিশে ডিসেম্বরে সমাপ্ত এক বৎসরে স্বীয় কার্যাবলী সম্বন্ধে রিপোর্ট প্রস্তুত করিবেন এবং তাহা জাতীয় পরিষদের মাধ্যমে রাষ্ট্রপতির নিকট পেশ করিবেন।

(খ) রিপোর্টের সহিত একটি স্মারকলিপি থাকিবে, যাহাতে

(অ) দায়িত্ব পালনে বাঁধার সম্মুখীন হইলে, এবং উক্ত দায়িত্ব পালনে স্বাধীন থাকিলে প্রতিষ্ঠান বা জনস্বার্থে কোন কর্ম হইত তাহার বিস্তারিত;

(আ) সঠিকভাবে দায়িত্ব পালনে কোন ধরনের সুবিধা প্রদান বা হ্রাস করা উচিত;

(ই) আগামী বৎসরের জন্য দায়িত্ব পালনে বিশেষ পরিকল্পনা; অথবা

দায়িত্বে থাকলে কোন কাজগুলো করতেন এবং কোনো বিষয়ে বিশেষ নজরদারি করা উচিত বা যে সকল ক্ষেত্রে পদ ও প্রতিষ্ঠানে প্রকাশ্যে বা গোপনে দুর্নীতি, অনিয়ম করার সুযোগ আছে;

(ঈ) প্রতিষ্ঠানের কোন বিষয় উন্নয়ন করা উচিত;

(উ) প্রতিষ্ঠান ও পদ সম্পর্কে ইতিবাচক ও নেতিবাচক উভয় মন্তব্য;

(ঈ) সদস্যের কোনো পরামর্শ বা প্রস্তাব গৃহীত না হইয়া থাকিলে সেই ক্ষেত্রে এবং পরামর্শ বা প্রস্তাব গৃহীত না হইবার কারণ;

(ঙ) যে সকল ক্ষেত্রে সদস্যের সহিত পরামর্শ করা উচিত ছিল অথচ পরামর্শ করা হয় নাই সেই সকল ক্ষেত্রে বা পরামর্শ না করিবার কারণ;

লিপিবদ্ধ করিবেন।

(গ) যে বৎসর রিপোর্ট পেশ করা হইয়াছে, সেই বৎসর রিপোর্ট জাতীয় পরিষদের পর্যালোচনা শেষে ত্রিশে এপ্রিলের পর সংসদের বিশেষ অধিবেশনে রাষ্ট্রপতি উক্ত রিপোর্ট, স্মারকলিপি জাতীয় পরিষদের মূল্যায়ন রিপোর্ট রাষ্ট্রপতির সম্মতিতে স্পিকার বা ডেপুটি স্পিকার উত্থাপন করিবেন

() রিপোর্টের ভিত্তিতে সংসদ সদস্যদের পরামর্শ জাতীয় পরিষদে স্পিকার উপস্থাপন করিবেন।


০০।  ককককক= নতুন উপধারা বা ধারা, কককককসংযুক্ত[কককক]০০=সংশোধিত বা পরিবর্তিত, ককককক= বিলুপ্ত, ককককক= অপরিবর্তিত"